Life Style Bangla

apon sotta আপন সত্ত্বা

Breaking

Thursday, 18 June 2020

June 18, 2020

ভারতীয় বাহিনীর গোলায় চার পাকিস্তানি নিহত

ভারতীয় বাহিনীর গোলায় চার পাকিস্তানি নিহত। 


ভারতীয় বাহিনীর গোলায় চার পাকিস্তানি নিহত
ভারতীয় বাহিনীর গোলায় চার পাকিস্তানি নিহত



ভারতীয় সেনাবাহিনীর গোলার আঘাতে চার পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে বলে জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা।


পাকিস্তানের সেনাবাহিনির বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, নিয়ন্ত্রণ রেখার বাগসার ও নিখিয়াল  এলাকার পাকিস্তানি নাগরিকদের লক্ষ্য করে গোলা ছোড়া হয়। এর ফলে মারা যায় ৪ পাকিস্তানি নাগরিক। 
তারা আরো জানায় এর ফলে  ভারতীয় সেনাবাহিনীর অস্ত্রবিরতি চুক্ত লঙ্ঘন হয়েছে। তারা আরো দাবি করে যে ভারতীয় সেনাবাহিনি যেই এলাকায় হামলা করেছে তা বেসামরিক এলাকা। এই এলাকায় সাধারণ লোক জন বসবাস করে। এই হামলার ফলে এই এলাকায় চার জন মারা যায়। যাদের মধ্যে একজন নারীও রয়েছে। এছাড়াও এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে।

পাকিস্তানি সেনাবাহিনির পক্ষ থেকে আরো জানানো হয়েছে যে ভারতীয় বাহিনির হামলার জবাব দিতে তারাও পালটা গুলি চালায়।

আর অন্যদিকে এই ঘটনার প্রতিবাদ জানাতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রনালয়ের পক্ষ থেকে পাকিস্তানের ইসলামাবাদে নিযুক্ত ভারতীয়  চার্জ দ্য অ্যাফেয়ার্স গৌরব আহলুওয়ালিকে ডেকে পাঠিয়েছে।


সূত্রঃ নিউজ টোয়েন্টিফোর